Monday, May 16, 2011

Nach Mayuri Nach Re



Singer :Asha Bhonsle,India (created in 1959)
Melody :Sudhin Dasgupta

নাঁচ ময়ুরী নাঁচ রে, রুম ঝুমা ঝুম নাঁচরে ।
ঐ এলো আকাশ ছেয়ে বর্ষা রাণী,
ও বর্ষা রাণী সাজ রে ।

উঠলো আঁচলো মেঘ বিজরী ঝিলমিলিয়ে হাঁসে ।
উঠলো আঁচলো মেঘ বিজরী ঝিলমিলিয়ে হাঁসে ।
বাজলো মাদল শোন ময়ুরী, সুর যেন তার ভাসে ।
আজ কেন এ সাজ, সাজ কেন চোখে কেন এ লাজ রে ।
নাঁচ ময়ুরী

ঐত বাতাসে সেই সুরেতে গুণগুণিয়ে যায়,
তোর প্রাণে আজ কোন ভাবনা কুল খুঁজে না পায় ।
ঐত বাতাসে সেই সুরেতে গুণগুণিয়ে যায়,
তোর প্রাণে আজ কোন ভাবনা কুল খুঁজে না পায় ।

কার তোরে ওমন বিবাগী কোন যে ব্যাথা অন্তরে,
ফুল হয়ে যে উঠলো ফুটে ভুল হয়ে কি যায় ঝরে?
কার তোরে ওমন বিবাগী কোন যে ব্যাথা অন্তরে,
ফুল হয়ে যে উঠলো ফুটে ভুল হয়ে কি যায় ঝরে?

কোন আলোকে হারালো, দিন হলো – তাই সাজ রে ।
নাঁচ ময়ুরী
…………………………..

No comments:

Post a Comment