|
Kheliche Jolodebi Sunil Sagor Joley
(Mermaides play in the vast ocean)
Singer : Fatema Tuz Zohra
Lyrics : Kazi Nazrul Islam, National Poat of Bangladesh
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে।
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে।
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
জল ছল ঊর্মী নূপুর শ্রোতনীরে বাজে সুমধুর
জল ছল ঊর্মী নূপুর শ্রোতনীরে বাজে সুমধুর
জল চঞ্চল ছল কাঁকন কেউর
জল চঞ্চল ছল কাঁকন কেউর
ঝিনুকের মেখলা কটিতে দোলে।
ঝিনুকের মেখলা কটিতে দোলে।
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
আনমনে খেলে চলে বালিকা
খুলে পড়ে মুক্তা মালিকা
আনমনে খেলে চলে বালিকা
খুলে পড়ে মুক্তা মালিকা
হরষিত পারাবারে ঊর্মী জাগে
হরষিত পারাবারে ঊর্মী জাগে
লাজে চাঁদ লুকালো গগন তলে।
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে।
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে।
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
আহা আহা আহা হা
No comments:
Post a Comment