|
বাবা বলে গেলো আর কোন দিন গান করো না,
Baba bole gelo ar kono din gaan koro na.
(Father said, “You will never sing.")
Keno bole gelo shei kotha ta bole gelona.
(I do not know why he said this.)
Singer : Samima Nasrin Diba, Bangladesh
বাবা বলে গেলো আর কোন দিন গান করো না,
কেন বলে গেলো সেই কথাটি বলে গেলো না ।
গান যদি পৃথিবীতে না-ই থাকতো
সা-রে-গা-মা-পা-দা-নি-সা কি করে হতো?
বলো, বলো না ।
গান যদি পৃথিবীতে না-ই থাকতো
সা-রে-গা-মা-পা-দা-নি-সা কি করে হতো?
যে ছেলেটি গুলি খেয়ে মরে গিয়েছিলো
তাকে নিয়ে কেন এত গান গাওয়া হলো?
চির দিন সুরে কেন বলে মায়েরা
চাঁদের কাঁপালে চাঁদ টিপ দিয়ে যা?
গান যদি পৃথিবীতে না-ই থাকতো
সা-রে-গা-মা-পা-দা-নি-সা কি করে হতো?
বাবা বলে গেলো আর কোন দিন গান করো না,
কেন বলে গেলো সেই কথাটি বলে গেলো না ।
অন্ধ সে লোকটা কেন বারে বারে,
কেঁদে কেঁদে গান গায় ঘুরে দ্বারে দ্বারে?
প্রতি দিন রাস্তায় মিটিং-এ মিছিলে
চোখে কেন জল আসে গান গেয়ে গেলে?
গান যদি পৃথিবীতে না-ই থাকতো
সা-রে-গা-মা-পা-দা-নি-সা কি করে হতো?
বাবা বলে গেলো আর কোন দিন গান করো না,
কেন বলে গেলো সেই কথাটি বলে গেলো না ।
পাখিরা বলে যদি গান গাব না
তবে যেন পৃথিবীতে ভোর হবে না ।
সব সুর মিলে যদি করে হরতাল
আমাদের দু:খ রবে চিরকাল ।
গান যদি পৃথিবীতে না-ই থাকতো
সা-রে-গা-মা-পা-দা-নি-সা কি করে হতো?
বাবা বলে গেলো আর কোন দিন গান করো না,
কেন বলে গেলো সেই কথাটি বলে গেলো না ।
No comments:
Post a Comment