Thursday, May 14, 2015

এই ছেলে কেমন আছো তুমি বলো





Ei chele kemon acho tume bolo
(Oh boy! how are you? Please answer)
এই ছেলে কেমন আছো তুমি বলো

Singer : Nafisa

[ Nafisa was a Bangladeshi teenage singer. She was killed herself at her school life. Her album "ei chele ( এই ছেলে )" was very famous. But she is not alive. ]

এই ছেলে কেমন আছো তুমি বলো
এই ছেলে এত অভিমান কেন বলো
দুষ্টমি বড়ই দুচোখে
অকারণে কেন কষ্টের ছবি আঁক
এই ছেলে কেমন আছো তুমি বলো
এই ছেলে এত অভিমান কেন বলো ।।

গুমরা মুখে বসে থাকা শুধু শুধু ভাবনা
গুমরা মুখে বসে থাকা শুধু শুধু ভাবনা
আদর দিয়ে ডাকছি তোমায়
আদর দিয়ে ডাকছি তোমায়
না না আর ভেব না

এই ছেলে কেমন আছো তুমি বলো
এই ছেলে এত অভিমান কেন বলো
দুষ্টমি বড়ই দুচোখে
অকারণে কেন কষ্টের ছবি আঁক
এই ছেলে কেমন আছো তুমি বলো
এই ছেলে এত অভিমান কেন বলো ।।

এই দুচোখে দেখ চেয়ে হাতে হাত রাখ না
এই দুচোখে দেখ চেয়ে হাতে হাত রাখ না
এই তো আমি আছি পাশে
এই তো আমি আছি পাশে
না না আর ভেব না

এই ছেলে কেমন আছো তুমি বলো
এই ছেলে এত অভিমান কেন বলো
দুষ্টমি বড়ই দুচোখে
অকারণে কেন কষ্টের ছবি আঁক ।।

Saturday, June 25, 2011

মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়



মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়
বিহবল চঞ্চল পায়।।
খর্জুর-বীথির ধারে
সাহারা মরুর পারে
বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে।
উড়িয়ে ওড়না ‘লু’ হাওয়ায়
পরী-নটিনী নেচে যায়
দুলে দুলে দূরে সুদূর।।
সুর্মা-পরা আঁখি হানে আস্‌মানে,
জ্যোৎস্না আসে নীল আকাশে তার টানে।
ঢেউ তুলে নীল দরিয়ায়
দিল-দরদী নেচে যায়
দুলে দুলে দূরে সুদূর।।

Saturday, June 11, 2011

মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি।


Rabindra Sangeet from Bengali movie Kuheli by Asha Bhonsle.
Picturized on Sumita Sanyal and Debashree Roy

মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আহা, হাহা, হা।
আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আহা, হাহা, হা ॥
কী করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন্‌ বনে যাই,
কোন্‌ মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি। আহা, হাহা, হা ॥
কেয়া-পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে--
তালদিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে।
রাখাল ছেলের সঙ্গে ধেনু চরাব আজ বাজিয়ে বেণু,
মাখব গায়ে ফুলের রেণু চাঁপার বনে লুটি। আহা, হাহা, হা ॥

Thursday, May 26, 2011

প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা Butter flies! Where do you find such kinds of colorful wings?

Get this widget | Track details | eSnips Social DNA


প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা ?
Butter flies! Where do you find such kinds of colorful wings?

Lyrics : Kazi Nazrul Islam
Singer : Ferdous Ara

প্রজাপতি প্রজাপতি
কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা
টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা।।
তুমি টুলটুলে বন-ফুলে মধু খাও
মোর বন্ধু হয়ে সেই মধু দাও,
ওই পাখা দাও সোনালী-রূপালী পরাগ মাখা।।
মোর মন যেতে চায় না পাঠশালাতে
প্রজাপতি, তুমি নিয়ে যাও সাথী করে তোমার সাথে।
তুমি হাইয়ায় নেচে নেচে যাও
আর তোমার মত মোরে আনন্দ দাও,
এই জামা ভাল লাগে না দাও জামা ছবি-আঁকা।।

Monday, May 16, 2011

Nach Mayuri Nach Re



Singer :Asha Bhonsle,India (created in 1959)
Melody :Sudhin Dasgupta

নাঁচ ময়ুরী নাঁচ রে, রুম ঝুমা ঝুম নাঁচরে ।
ঐ এলো আকাশ ছেয়ে বর্ষা রাণী,
ও বর্ষা রাণী সাজ রে ।

উঠলো আঁচলো মেঘ বিজরী ঝিলমিলিয়ে হাঁসে ।
উঠলো আঁচলো মেঘ বিজরী ঝিলমিলিয়ে হাঁসে ।
বাজলো মাদল শোন ময়ুরী, সুর যেন তার ভাসে ।
আজ কেন এ সাজ, সাজ কেন চোখে কেন এ লাজ রে ।
নাঁচ ময়ুরী

ঐত বাতাসে সেই সুরেতে গুণগুণিয়ে যায়,
তোর প্রাণে আজ কোন ভাবনা কুল খুঁজে না পায় ।
ঐত বাতাসে সেই সুরেতে গুণগুণিয়ে যায়,
তোর প্রাণে আজ কোন ভাবনা কুল খুঁজে না পায় ।

কার তোরে ওমন বিবাগী কোন যে ব্যাথা অন্তরে,
ফুল হয়ে যে উঠলো ফুটে ভুল হয়ে কি যায় ঝরে?
কার তোরে ওমন বিবাগী কোন যে ব্যাথা অন্তরে,
ফুল হয়ে যে উঠলো ফুটে ভুল হয়ে কি যায় ঝরে?

কোন আলোকে হারালো, দিন হলো – তাই সাজ রে ।
নাঁচ ময়ুরী
…………………………..

Sunday, May 15, 2011

নাঁচ ময়ুরী নাঁচরে ঐ এলো বর্ষা রাণী (Dance Pea-hen.. The rainy season comes..Dance)



নাঁচ ময়ুরী নাঁচ রে, রুম ঝুমা ঝুম নাঁচরে ।
ঐ এলো আকাশ ছেয়ে বর্ষা রাণী,
ও বর্ষা রাণী সাজ রে ।

উঠলো আঁচলো মেঘ বিজরী ঝিলমিলিয়ে হাঁসে ।
উঠলো আঁচলো মেঘ বিজরী ঝিলমিলিয়ে হাঁসে ।
বাজলো মাদল শোন ময়ুরী, সুর যেন তার ভাসে ।
আজ কেন এ সাজ, সাজ কেন চোখে কেন এ লাজ রে ।
নাঁচ ময়ুরী

ঐত বাতাসে সেই সুরেতে গুণগুণিয়ে যায়,
তোর প্রাণে আজ কোন ভাবনা কুল খুঁজে না পায় ।
ঐত বাতাসে সেই সুরেতে গুণগুণিয়ে যায়,
তোর প্রাণে আজ কোন ভাবনা কুল খুঁজে না পায় ।

কার তোরে ওমন বিবাগী কোন যে ব্যাথা অন্তরে,
ফুল হয়ে যে উঠলো ফুটে ভুল হয়ে কি যায় ঝরে?
কার তোরে ওমন বিবাগী কোন যে ব্যাথা অন্তরে,
ফুল হয়ে যে উঠলো ফুটে ভুল হয়ে কি যায় ঝরে?

কোন আলোকে হারালো, দিন হলো – তাই সাজ রে ।
নাঁচ ময়ুরী
…………………………..

Thursday, May 12, 2011

Ei chele kemon acho tume bolo (Oh boy! How are you? Please answer.)

Get this widget | Track details | eSnips Social DNA


এই ছেলে কেমন আছো তুমি বলো
Ei chele kemon acho tume bolo
(Oh boy! How are you? Please answer.)

Singer : Nafisa

[ Nafisa was a Bangladeshi teenage singer. She killed herself at her school life. Her album "ei chele ( এই ছেলে )" was very famous. But she is not alive. ]

এই ছেলে কেমন আছো তুমি বলো
এই ছেলে এত অভিমান কেন বলো
দুষ্টমি বড়ই দুচোখে
অকারণে কেন কষ্টের ছবি আঁক
এই ছেলে কেমন আছো তুমি বলো
এই ছেলে এত অভিমান কেন বলো ।।

গুমরা মুখে বসে থাকা শুধু শুধু ভাবনা
গুমরা মুখে বসে থাকা শুধু শুধু ভাবনা
আদর দিয়ে ডাকছি তোমায়
আদর দিয়ে ডাকছি তোমায়
না না আর ভেব না

এই ছেলে কেমন আছো তুমি বলো
এই ছেলে এত অভিমান কেন বলো
দুষ্টমি বড়ই দুচোখে
অকারণে কেন কষ্টের ছবি আঁক
এই ছেলে কেমন আছো তুমি বলো
এই ছেলে এত অভিমান কেন বলো ।।

এই দুচোখে দেখ চেয়ে হাতে হাত রাখ না
এই দুচোখে দেখ চেয়ে হাতে হাত রাখ না
এই তো আমি আছি পাশে
এই তো আমি আছি পাশে
না না আর ভেব না

এই ছেলে কেমন আছো তুমি বলো
এই ছেলে এত অভিমান কেন বলো
দুষ্টমি বড়ই দুচোখে
অকারণে কেন কষ্টের ছবি আঁক ।।

Momo mayamoy swapne_Fatema-Tuz-Zohra.mp3

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, May 10, 2011

আজি ঝর ঝর মুখর বাদল দিনে

আজি ঝর ঝর মুখর বাদল দিনে
জানি নে, জানি নে কিছুতেই কেন মন লাগে না ।।
এই চঞ্চল সজল পবন-বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায়
মন চায় ঐ বলাকার পথখানি নিতে চিনে ।।
মেঘমল্লারে সারা দিনমান
বাজে ঝরনার গান ।
মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা- মন চায়
মন চায় হৃদয় জড়াতে কার চিরঋণে ।।

আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে,




আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে,
এত বাঁশি বাজে, এত পাখি গায় ।।
সখীর হৃদয় কুসুমকোমল -
কার অনাদরে আজি ঝরে যায় !
কেন কাছে আস', কেন মিছে হাস',
কাছে যে আসিত সে তো আসিতে না চায় ।।
সুখে আছে যারা সুখে থাক্ তারা,
সুখের বসন্ত সুখে হোক সারা -
দুখিনী নারীর নয়নের নীর
সুখীজনে যেন দেখিতে না পায় ।
তারা দেখেও দেখে না,
তারা বুঝেও বুঝে না,
তারা ফিরেও না চায় ।।

ভালোবাসি, ভালোবাসি -



ভালোবাসি, ভালোবাসি -
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি।।
আকাশে কার বুকের মাঝে
ব্যথা বাজে,
দিগন্তে কার কালো আঁখি আঁখির জলে যায় ভাসি।।
সেই সুরে সাগরকূলে
বাঁধন খুলে
অতল রোদন উঠে দুলে।
সেই সুরে বাজে মনে
অকারণে
ভুলে-যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন-হাসি।।

এসো, এসো, এসো হে বৈশাখ।



এসো, এসো, এসো হে বৈশাখ।
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে-যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥

শীতের হাওয়ার লাগল নাচন আম্‌লকির এই ডালে ডালে: রবীন্দ্র সংগীত

শীতের হাওয়ার লাগল নাচন আম্‌লকির এই ডালে ডালে।
পাতাগুলি শির্‌শিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে॥
উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করল শেষে,
তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে॥
শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা
তারি লাগি রইনু বসে সকল বেলা।
শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে,
সব খোওয়াবার সময় আমার হবে কখন কোন্‌ সকালে॥

মেঘের কোলে রোদ হেসেছে,

মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আহা, হাহা, হা।
আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আহা, হাহা, হা ॥
কী করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন্‌ বনে যাই,
কোন্‌ মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি। আহা, হাহা, হা ॥
কেয়া-পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে--
তালদিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে।
রাখাল ছেলের সঙ্গে ধেনু চরাব আজ বাজিয়ে বেণু,
মাখব গায়ে ফুলের রেণু চাঁপার বনে লুটি। আহা, হাহা, হা ॥

Monday, May 9, 2011

রিম্‌ ঝিম্‌ রিম্‌ ঝিম্‌ ঝিম্‌ ঘন দেয়া বরষে

রিম্‌ ঝিম্‌ রিম্‌ ঝিম্‌ ঝিম্‌ ঘন দেয়া বরষে
কাজরী নাচিয়া চল পুরনারী হরষে।।
কদম তমাল ডালে দোলনা দোলে,
কুহু পাপিয়া ময়ূর বোলে,
মনের বনের মুকুল খোলে,
নটশ্যাম সুন্দর-মেঘ পরশে।।
হৃদয়-যমুনা আজ কূল জানে না গো,
মনের রাধা আজ বাধা মানে না গো।
ডাকিছে ঘর ছাড়া ঝড়ের (শ্যামের) বাঁশী,
অশনি আঘাত হানে দুয়ারে আসি’।
গরজাক্‌ গুরুজন ভবন-বাসী
আমরা বাহিরে যাব-শ্যাম-মেঘ দরশে।।

চল চল চল

চল চল চল
ঊর্দ্ধ গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী তল
অরুণ প্রাতের তরুণ দল
চলরে চলরে চল।।
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা টুটিব তিমির রাত
বাঁধার বিন্ধ্যা চল।।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশশ্মান
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল।।
চলরে নওজোয়ান, শোনরে পাতিয়া কান
মৃত্যু তোরণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান
ভাঙ্গরে ভাঙ্গ আগল
চলরে চলরে চল।।

প্রজাপতি প্রজাপতি

প্রজাপতি প্রজাপতি
কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা
টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা।।
তুমি টুলটুলে বন-ফুলে মধু খাও
মোর বন্ধু হয়ে সেই মধু দাও,
ওই পাখা দাও সোনালী-রূপালী পরাগ মাখা।।
মোর মন যেতে চায় না পাঠশালাতে
প্রজাপতি, তুমি নিয়ে যাও সাথী করে তোমার সাথে।
তুমি হাইয়ায় নেচে নেচে যাও
আর তোমার মত মোরে আনন্দ দাও,
এই জামা ভাল লাগে না দাও জামা ছবি-আঁকা।।

মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম

মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম
মোরা ঝর্ণার মত চঞ্চল,
মোরা বিধাতার মত নির্ভয়
মোরা প্রকৃতির মত স্বচ্ছল।।
মোরা আকাশের মত বাঁধাহীন
মোরা মরু সঞ্চার বেদুঈন,
বন্ধনহীন জন্ম স্বাধীন
চিত্তমুক্ত শতদল।।
মোরা সিন্ধু জোঁয়ার কলকল
মোরা পাগলা জোঁয়ার ঝরঝর।
কল-কল-কল, ছল-ছল-ছল
মোরা দিল খোলা খোলা প্রান্তর,
মোরা শক্তি অটল মহীধর।
হাসি গান শ্যাম উচ্ছল
বৃষ্টির জল বনফল খাই-
শয্যা শ্যামল বনতল।।

শুকনো পাতার নুপূর পায়ে

শুকনো পাতার নুপূর পায়ে
নাচিছে ঘূর্ণি বায়।
জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
ঢেউ তুলে সে যায়।।
দীঘির বুকে শতদল দলি,
ঝরায়ে বকুল চাঁপার কলি,
চঞ্চল ঝরণার জল ছলছলি,
মাঠের পথে সে ধায়।।
বনফুল-আভরণ খুলিয়া ফেলিয়া,
আলুথালু এলোকেশ গগনে মেলিয়া
পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
ধূলি-ধূসর কায়।।
ইরানী বালিকা যেন মরু-চারিণী
পল্লীর প্রান্তর-বন মনোহারিণী
ছুটে আসে সহসা গৈরি-বরণী
বালুকার উড়নী গায়।।

কারার ওই লৌহকপাট

কারার ওই লৌহকপাট
ভেঙ্গে ফেল কর রে লোপাট
রক্ত জমাট শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান
বাজা তোর প্রলয় বিষাণ
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।।
গাজনের বাজনা বাজা
কে মালিক, কে সে রাজা,
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?
হা হা হা পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি
সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে।।
ওরে ও পাগলা ভোলা,
দে রে দে প্রলয় দোলা
গারদগুলা জোরসে ধরে হেচকা টানে
মার হাঁক হায়দারী হাঁক, কাধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে।।
নাচে ওই কালবোশেখী,
কাটাবি কাল বসে কি?
দে রে দেখি ভীম কারার ওই ভিত্তি নাড়ি
লাথি মার ভাঙরে তালা,
যত সব বন্দীশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা,
ফেল উপাড়ি।।

মোদের এই শিকল পরা ছল

মোদের এই শিকল পরা ছল
এই শিকল পরেই
শিকল তোদের করব রে বিকল।।
তোদের বন্ধ কারায় আসা
মোদের বন্দী হতে নয়
ওরে ক্ষয় করতে আসা
মোদের সবার বাঁধন ভয়
এই বাঁধন পরেই বাঁধন ভয়কে
করব মোরা জয়
এই শিকল বাঁধা পা নয়
এ শিকল ভাঙ্গা কল।।
ওরে ক্রন্দন নয় বন্ধন
এই শিকল ঝনঝনা
এ যে মুক্তিপথের অগ্রদূতের
চরণ বন্দনা।
এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে
হানছে লাঞ্ছনা
ওদের অস্থি দিয়েই জ্বলবে দেশে
আবার বজ্রানল।।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ।
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্‌ আসমানী তাগিদ।।
তোর সোনা-দানা বালাখানা সব রাহেলিল্লাহ্‌।
দে জাকাত মুর্দ্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ্‌।।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদ গাহে।
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।।
আজ ভুলে যা তোর দোস্ত ও দুশমন হাত মিলাও হাতে।
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরীদ।।
ঢাল হৃদয়ের তোর তশতরীতে শির্‌নী তৌহিদের।
তোর দাওয়াতে কবুল করবে হজরত হয় মনে উম্মীদ।।

বেল ফুল এনে দাও চাই না বকুল

বেল ফুল এনে দাও চাই না বকুল
চাই না হেনা, আনো আমের মুকুল।।
গোলাপ বড় গরবী
এনে দাও কবরী
চাইতে যুথী আনো টগর-কি ভুল।।
কি হবে কেয়া, দেয়া নাই গগনে;
আনো সন্ধ্যামালতী গোধুলী-লগনে।
গিরি-মল্লিকা কই’
চামেলী পেয়েছে সই
চাঁপা এনে দাও, নয় বাঁধব না চুল।।

দাও শৌর্য, দাও ধৈর্য্য,

দাও শৌর্য, দাও ধৈর্য্য,
হে উদার নাথ, দাও প্রাণ।
দাও অমৃত মৃত জনে,
দাও ভীত-চিত জনে,
শক্তি অপরিমাণ।
হে সর্বশক্তিমান।।
দাও স্বাস্থ্য, দাও আয়ু,
স্বচ্ছ আলো, মুক্ত বায়ু,
দাও চিত্ত অনিরুদ্ধ,
দাও শুদ্ধ জ্ঞান।
হে সর্বশক্তিমান।।
দাও দেহে দিব্য কান্তি,
দাও গেহে নিত্য শান্তি,
দাও পুণ্য প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ।
ভীতি নিষেধের ঊর্ধে স্থির,
রহি যেন চির-উন্নত শির
যাহা চাই যেন জয় করে পাই
গ্রহণ না করি দান।
হে সর্বশক্তিমান।।

মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়

মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়
বিহবল চঞ্চল পায়।।
খর্জুর-বীথির ধারে
সাহারা মরুর পারে
বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে।
উড়িয়ে ওড়না ‘লু’ হাওয়ায়
পরী-নটিনী নেচে যায়
দুলে দুলে দূরে সুদূর।।
সুর্মা-পরা আঁখি হানে আস্‌মানে,
জ্যোৎস্না আসে নীল আকাশে তার টানে।
ঢেউ তুলে নীল দরিয়ায়
দিল-দরদী নেচে যায়
দুলে দুলে দূরে সুদূর।।

Baba bole gelo ar kono din gaan koro na. (Father said, “You will never sing.")

Get this widget | Track details | eSnips Social DNA


বাবা বলে গেলো আর কোন দিন গান করো না,
Baba bole gelo ar kono din gaan koro na.
(Father said, “You will never sing.")
Keno bole gelo shei kotha ta bole gelona.
(I do not know why he said this.)

Singer : Samima Nasrin Diba, Bangladesh

বাবা বলে গেলো আর কোন দিন গান করো না,
কেন বলে গেলো সেই কথাটি বলে গেলো না ।
গান যদি পৃথিবীতে না-ই থাকতো
সা-রে-গা-মা-পা-দা-নি-সা কি করে হতো?

বলো, বলো না ।
গান যদি পৃথিবীতে না-ই থাকতো
সা-রে-গা-মা-পা-দা-নি-সা কি করে হতো?

যে ছেলেটি গুলি খেয়ে মরে গিয়েছিলো
তাকে নিয়ে কেন এত গান গাওয়া হলো?
চির দিন সুরে কেন বলে মায়েরা
চাঁদের কাঁপালে চাঁদ টিপ দিয়ে যা?

গান যদি পৃথিবীতে না-ই থাকতো
সা-রে-গা-মা-পা-দা-নি-সা কি করে হতো?
বাবা বলে গেলো আর কোন দিন গান করো না,
কেন বলে গেলো সেই কথাটি বলে গেলো না ।

অন্ধ সে লোকটা কেন বারে বারে,
কেঁদে কেঁদে গান গায় ঘুরে দ্বারে দ্বারে?
প্রতি দিন রাস্তায় মিটিং-এ মিছিলে
চোখে কেন জল আসে গান গেয়ে গেলে?

গান যদি পৃথিবীতে না-ই থাকতো
সা-রে-গা-মা-পা-দা-নি-সা কি করে হতো?
বাবা বলে গেলো আর কোন দিন গান করো না,
কেন বলে গেলো সেই কথাটি বলে গেলো না ।

পাখিরা বলে যদি গান গাব না
তবে যেন পৃথিবীতে ভোর হবে না ।
সব সুর মিলে যদি করে হরতাল
আমাদের দু:খ রবে চিরকাল ।

গান যদি পৃথিবীতে না-ই থাকতো
সা-রে-গা-মা-পা-দা-নি-সা কি করে হতো?
বাবা বলে গেলো আর কোন দিন গান করো না,
কেন বলে গেলো সেই কথাটি বলে গেলো না ।

kothao amar hariye jawar nei mana

পাগলা হাওয়ার বাদল দিনে



পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে॥
চেনাশোনার কোন্‌ বাইরে যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে॥
ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে।
যাবে না, যাবে না--
দেয়াল যত সব গেল টুটে॥
বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা কোন্‌ বলরামের আমি চেলা,
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে--
যত মাতাল জুটে।
যা না চাইবার তাই আজি চাই গো,
যা না পাইবার তাই কোথা পাই গো।
পাব না, পাব না,
মরি অসম্ভবের পায়ে মাথা কুটে॥

খেলিছে জলদেবী সুনীল সাগর জলে

Get this widget | Track details | eSnips Social DNA


Kheliche Jolodebi Sunil Sagor Joley
(Mermaides play in the vast ocean)

Singer : Fatema Tuz Zohra
Lyrics : Kazi Nazrul Islam, National Poat of Bangladesh


খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে।

খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে।
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে

জল ছল ঊর্মী নূপুর শ্রোতনীরে বাজে সুমধুর
জল ছল ঊর্মী নূপুর শ্রোতনীরে বাজে সুমধুর
জল চঞ্চল ছল কাঁকন কেউর
জল চঞ্চল ছল কাঁকন কেউর
ঝিনুকের মেখলা কটিতে দোলে।
ঝিনুকের মেখলা কটিতে দোলে।
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে

আনমনে খেলে চলে বালিকা
খুলে পড়ে মুক্তা মালিকা
আনমনে খেলে চলে বালিকা
খুলে পড়ে মুক্তা মালিকা
হরষিত পারাবারে ঊর্মী জাগে
হরষিত পারাবারে ঊর্মী জাগে
লাজে চাঁদ লুকালো গগন তলে।

খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে।
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে।
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
আহা আহা আহা হা

Thursday, May 5, 2011

লাল ঝুটি কাকাতুয়া , অন্তরা মুখোপাধ্যায় LAL JHUTI KAKATUA

Ghum Parani Mashi Pishi

Amra Sabai Raja - Kids Dance Drama

Ek Je Cilo Dushtu Cele

Bulbul Pakhi Moyna Tiye Music Video by Madhabi Hossain

Ke Merece Ke Bokece

Bengali Kid Song- Dake Pakhi Kholo Akhi

Wednesday, May 4, 2011

মুক্তির মন্দির সোপান তলে



Muktiro mondiro shopaano tawle koto pran holo bolidan,
(Many people sacrifice their lives for independence and freedom)

Singer : Sadi Mohammad,Bangladesh
Lyrics : Mohini Chowdhury,India
Melody : Krishna Chandra Dey,India

মুক্তির মন্দির সোপান তলে
কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে৷
কত বিপ্লবি বন্ধুর রক্তে রাঙা, বন্দীশালার ওই শিকল ভাঙা
তাঁরা কি ফিরিবে আজ সুপ্রভাতে
যত তরুণ অরুণ গেছে অস্তাচলে৷
মুক্তির মন্দির সোপান তলে...লেখা আছে অশ্রুজলে ৷
যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি
যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা
মৌন মলিনমুখে জাগালো ভাষা
আজ রক্তকমলে গাঁথা মাল্যখানি,
বিজয়লক্ষী দেবে তাঁদেরি গলে
মুক্তির মন্দির সোপান তলে...লেখা আছে অশ্রুজলে ৷

আমাদের দেশটা স্বপ্নপুরি



আমাদের দেশটা স্বপ্নপুরি
সাথী মোদের ফুলপরী
ফুলপরী লাল পরী লাল পরী নীল পরী
সবার সাথে ভাব করি
এইখানে মিথ্যা কথা কেউ বলেনা
এইখানে অসৎ পথে কেউ চলেনা
লেখার সময় লেখা পড়া
খেলার সময় খেলা করা
কাজের সময় কাজ করি
আমাদের দেশটা স্বপ্ন পুরি!

আমরা করবো জয়,



আমরা করবো জয়,
আমরা করবো জয়...
এক দিন...
বুকের গভীরে আছে প্রত্যয়...
আমরা করবো জয় একদিন!

Amader deshta shaupnopoory

Ekdin Chuti Hobe.flv

আমাদের ছুটি ছুটি - এক দিন বিকাল বেলা

এক দিন ছুটি হবে



এক দিন ছুটি হবে অনেক দূরে যাবো
নীল আকাশে সবুজ ঘাসে খুশীতে হারাবো ।।হৈ
এক দিন ছুটি হবে অনেক দূরে যাবো
নীল আকাশে সবুজ ঘাসে খুশীতে হারাবো ।
এক দিন ছুটি হবে

যেখানে থাকবে না কোন বাঁধন
থাকবে না নিয়মের কোন শাসন ।।
যেখানে থাকবে না কোন বাঁধন
থাকবে না নিয়মের কোন শাসন ।।

পাখি হয় উড়বো
ফুল হয়ে ফুটবো ।।
পাখি হয় উড়বো
ফুল হয়ে ফুটবো ।।
পাতায় পাতায় শিশির হয়ে … হৈ

এক দিন ছুটি হবে অনেক দূরে যাবো
নীল আকাশে সবুজ ঘাসে খুশীতে হারাবো ।
এক দিন ছুটি হবে

অজানা পথে অচীন দেশে
ঝরনা হয়ে যাবো ভেসে ।

অজানা পথে অচীন দেশে
ঝরনা হয়ে যাবো ভেসে ।

তারা হয়ে উঠবো
মেঘ হয়ে ভাসবো ।
তারা হয়ে উঠবো
মেঘ হয়ে ভাসবো ।
লুকুচুরি খেলার ছলে লুকিয়ে রবো ।

এক দিন ছুটি হবে অনেক দূরে যাবো
নীল আকাশে সবুজ ঘাসে খুশীতে হারাবো ।।হৈ
এক দিন ছুটি হবে অনেক দূরে যাবো
নীল আকাশে সবুজ ঘাসে খুশীতে হারাবো ।
এক দিন ছুটি হবে

Ekdin Chuti Hobe