Sunday, May 15, 2011

নাঁচ ময়ুরী নাঁচরে ঐ এলো বর্ষা রাণী (Dance Pea-hen.. The rainy season comes..Dance)



নাঁচ ময়ুরী নাঁচ রে, রুম ঝুমা ঝুম নাঁচরে ।
ঐ এলো আকাশ ছেয়ে বর্ষা রাণী,
ও বর্ষা রাণী সাজ রে ।

উঠলো আঁচলো মেঘ বিজরী ঝিলমিলিয়ে হাঁসে ।
উঠলো আঁচলো মেঘ বিজরী ঝিলমিলিয়ে হাঁসে ।
বাজলো মাদল শোন ময়ুরী, সুর যেন তার ভাসে ।
আজ কেন এ সাজ, সাজ কেন চোখে কেন এ লাজ রে ।
নাঁচ ময়ুরী

ঐত বাতাসে সেই সুরেতে গুণগুণিয়ে যায়,
তোর প্রাণে আজ কোন ভাবনা কুল খুঁজে না পায় ।
ঐত বাতাসে সেই সুরেতে গুণগুণিয়ে যায়,
তোর প্রাণে আজ কোন ভাবনা কুল খুঁজে না পায় ।

কার তোরে ওমন বিবাগী কোন যে ব্যাথা অন্তরে,
ফুল হয়ে যে উঠলো ফুটে ভুল হয়ে কি যায় ঝরে?
কার তোরে ওমন বিবাগী কোন যে ব্যাথা অন্তরে,
ফুল হয়ে যে উঠলো ফুটে ভুল হয়ে কি যায় ঝরে?

কোন আলোকে হারালো, দিন হলো – তাই সাজ রে ।
নাঁচ ময়ুরী
…………………………..

No comments:

Post a Comment